ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

করোনা পরীক্ষা না করে মানবিক উদ্যোগ নিল রোনালদোর ক্লাব!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
করোনা পরীক্ষা না করে মানবিক উদ্যোগ নিল রোনালদোর ক্লাব! রোনালদো নাজারিও

করোনাভাইরাসে যেন থমকে গেছে পুরো বিশ্ব। ইতোমধ্যে ৮ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ এ মারা গেছে। আক্রান্ত হয়েছে ২ লাখের বেশি মানুষ। এমন পরিস্থিতিতে ভাইরাসটিকে মহামারীও ঘোষণা করা হয়েছে। মৃত্যুর এমন মিছিলের কারণে স্থবির হয়ে পড়েছে সবকিছু। বিশ্বের প্রায় সব ক্রীড়া আসরই আপাতত স্থগিত। স্প্যানিশ ক্লাব ফুটবলের শীর্ষ পর্যায় লা লিগা থেকে প্রতিটি ক্লাবকে করোনাভাইরাস পরীক্ষার প্রস্তাব দিয়েছে। তবে এক মানবিক কারণেই এই পরীক্ষা করাটাকে ‘নাকচ’ করে দিয়েছে রিয়াল ভায়াদোলিদ।

এই ক্লাবের মালিকানায় আছেন ব্রাজিলের সাবেক বিশ্বকাপজয়ী তারকা রোনালদো নাজারিও। তার ক্লাব থেকে জানানো হয়, দলের খেলোয়াড় থেকে শুরু করে সব স্টাফ ভালো আছে।

আর অনেকে রয়েছে যাদের পরীক্ষার জন্য এই কিট জরুরি, তাদের প্রাধান্য দেওয়া হোক।

এ ব্যাপারে ভায়াদোলিদের ক্যাবিনেট ডিরেক্টর দাভিদ স্পিনার বলেন, এটা সত্য যে লা লিগা করোনাভাইরাস পরীক্ষার জন্য আমাদের প্রস্তাব দিয়েছে। তবে সামাজিক ও মানবিক দায়িত্ব থেকে আমরা এটা ব্যবহার করছি না। আমাদের কোনো খেলোয়াড়দের এখন পর্যন্ত করোনার কোনো লক্ষণ পাওয়া যায়নি। অথচ দেশের অনেক জনগণ রয়েছে, যাদেরকে পরীক্ষার জন্যে এই কিট অনেক বেশি জরুরি! তাদের আগে প্রধান্য দেওয়া উচিৎ। ’

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।