ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

১২ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ৩৫ বছরেই পরপারে ইংলিশ ফুটবলার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
১২ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ৩৫ বছরেই পরপারে ইংলিশ ফুটবলার পিটার হুইটিংহাম

মাত্র ৩৫ বছর বয়সেই পরপারে পাড়ি জমালেন অ্যাস্টন ভিলা ও কার্ডিফ সিটির সাবেক মিডফিল্ডার পিটার হুইটিংহাম। জাতীয় দলে অভিষেক না হলেও ইংল্যান্ডের হয়ে অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন তিনি। 

বুধবার (১৮ মার্চ) পুলিশ জানায়, ০৭ মার্চ সমূদ্র তীরবর্তী এক পাবের সিঁড়ি থেকে পড়ে যান পিটার। এই মর্মান্তিক দূর্ঘটনার পর হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তিনি।

 

হাসপাতালে পিটারকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। অবশেষে ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তখন পাশে বসা ছিল তার গর্ভবতী স্ত্রী আমান্ডা।  

২০০৩ সালে অ্যাস্টন ভিলার হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরুর পর ২০১৮ সালে ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে ক্যারিয়ারের ইতি টানেন পিটার। ক্লাব ক্যারিয়ারে ৫০০ এর বেশি ম্যাচ খেলেছেন তিনি। তার মধ্যে কার্ডিফ সিটির হয়ে খেলেছেন টানা ১০ বছর।  

পিটারের জন্ম ১৯৮৪ সালের ৮ সেপ্টেম্বর, যুক্তরাজ্যের নুন ইটনে। মৃত্যু ১৯ মার্চ, ২০২০, কার্ডিফে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।