ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সুয়ারেসের জোড়া গোলেও হার এড়াতে পারল না উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
সুয়ারেসের জোড়া গোলেও হার এড়াতে পারল না উরুগুয়ে দলের হারে হতাশ সুয়ারেস/ছবি: সংগৃহীত

জোড়া গোলের দেখা পেয়েছেন লুইস সুয়ারেস। কিন্তু সাবেক বার্সা ও বর্তমান অ্যাতলেটিকো মাদ্রিদ স্ট্রাইকারের এই জোড়া গোল কাজে লাগাতে পারেনি তার দল।

 ইকুয়েডরের বিপক্ষে ৪-২ গোলে হেরে গেছে উরুগুয়ে।

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার ইকুয়েডরের মাঠে নেমেছিল উরুগুয়ে। ম্যাচের মাত্র ১৫তম মিনিটেই সফরকারীদের তেঁতো স্বাদ উপহার দেয় ইকুয়েডর। আনহেল মেনার কর্নার কিকে হেড করে মিডফিল্ডার মোয়েস ক্যাসিডো লক্ষ্যভেদ করে স্বাগতিকদের এগিয়ে দেন।  

প্রথম গোলের কিছুক্ষণ পর লক্ষ্যভেদ করেন মিশেল এস্ত্রাদা। তবে ভিএআরের সাহায্য নিয়ে এনের ভ্যালেন্সিয়ার বিপক্ষে হ্যান্ডবলের সিদ্ধান্ত দিলে বাতিল হয়ে যায় গোল। তবে এস্ত্রাদা ঠিকই প্রথমার্ধের বিরতির আগে গোলের দেখা পান। উরুগুইয়ান সেন্টার-ব্যাক দিয়েগো গোদিনের ভুলে বক্সে বল পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন ইকুয়েডরের এই স্ট্রাইকার।

দ্বিতীয়ার্ধেও জারি থাকে ইকুয়েডরের আধিপত্য। তবে বিরতির ঠিক তিন মিনিট পরেই ব্যবধান কমিয়ে ফেলেছিল উরুগুয়ে। কিন্তু দীর্ঘ সময় ভিএআর-এর সাহায্য নেওয়ার পর দারউইন নুনেসের বিপক্ষে হ্যান্ডবলের সিদ্ধান্তে বাতিল হয়ে যায় এই গোল। এর কিছুক্ষণ পর ভ্যালেন্সিয়ার ব্যাকহিল থেকে বল পেয়ে ২০ গজ দূর থেকে পোস্টে বল জড়িয়ে দেন এস্ত্রাদা।  

ইকুয়েডরের শেষ গোলটি ছিল দেখার মতো। অ্যালান ফ্রাঙ্কোর উল্টো পাস উরুগুয়ের রক্ষণে ঢুকে পড়লে গনসালো প্লাতা তা নিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডার রোনাল্ড আরুজো এবং গোলরক্ষক মার্তিন কাম্পানাকে বোকা বানিয়ে দূরের কোণা দিয়ে বল জড়িয়ে দেন। খেলার শেষ ভাগে পেনাল্টি থেকে দুই গোল শোধ করেন সুয়ারেস। কিন্তু ততক্ষণে সব শেষ।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ২টি করে ম্যাচ শেষে এখন পর্যন্ত শীর্ষে আছে ব্রাজিল। ২ ম্যাচেই জয় পেয়েছে তিতের দল। সমান জয় নিয়েও গোল ব্যবধানে দুইয়ে আর্জেন্টিনা। ১ জয় ও ১ হার নিয়ে ছয়ে উরুগুয়ে। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পাঁচে ইকুয়েডর।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।