ইতালিয়ান সিরি’আ লিগে নবাগত ক্রোতোনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস। ম্যাচের দ্বিতীয়ার্ধে ১০ জনের দলে পরিণত হওয়া আন্দ্রে পিরলোর দল আর ঘুরে দাঁড়াতে পারেনি।
শনিবার ক্রোতোনের মাঠে খেলার দ্বাদশ মিনিটে নুয়ানকুর সফল স্পট কিকে এগিয়ে যায় ক্রোতোনে। এর আগে ডি-বক্সে জুভ ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি মিডফিল্ডার আর্কাদিউস রেকাকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা।
পরে ২১তম মিনিটে আলভারো মোরাতার গোলে সমতায় ফেরে জুভেন্টাস। ফেদেরিকো চিয়েসার পাস পেয়ে কাছ গোলটি করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।
ম্যাচের ৬০তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তরুণ ফরোয়ার্ড চিয়েসা প্রতিপক্ষের মিডফিল্ডার লুকা সিগারিনিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন।
লিগে চার ম্যাচে দুই জয় ও সমান ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে জুভেন্টাস। শীর্ষস্থান ধরে রেখেছে এসি মিলান। জ্লাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে ইন্টার মিলানকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা। ৯ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নাপোলি।
বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
এমএমএস