শুরুটা চ্যাম্পিয়নের মতোই করল বায়ার্ন মিউনিখ। অ্যাতলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিল হ্যান্স ফ্লিকের শিষ্যরা।
বুধবার আলিয়াঞ্জ অ্যারেনায় ‘এ’গ্রুপের ম্যাচে দুই অর্ধে দুটি করে গোল করে আসরটির ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
শুরুতে অবশ্য এগিয়ে যেতে পারতো অ্যাতলেটিকো। তবে তৃতীয় মিনিটে বাঁদিক থেকে সতীর্থের গোলমুখে বাড়ানো বলে পা লাগাতে পারেননি লুইস সুয়ারেস। কিন্তু ২৮তম মিনিটে কোম্যান বায়ার্নকে লিড এনে দেন। জসুয়া কিমিচের উঁচু করে বাড়ানো বলে ডান পায়ের টোকায় দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন এই ফরাসি তারকা।
৪১তম মিনিটে আরেকটি ব্যবধান দ্বিগুণ করে বায়ার্ন। এবার গোলে সহায়তা করেন কোম্যান। তিনি ডানদিক থেকে পাস দিলে সেখান থেকে জোরালো কোনাকুনি শটে বল জালে পাঠান জার্মান মিডফিল্ডার গোরেটস্কা।
বিরতির পর ৬৬তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় স্বাগতিকরা। প্রায় ২৮ গজ দূর থেকে বুলেট গতির শটে বল জালে পাঠান তোলিসো। পরে ৭২তম মিনিটে অ্যাতলেটিকোর কফিনে শেষ পেরেকটি ঠুকে জোড়া গোল উদযাপন করেন কোম্যান। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে ডিফেন্ডার ফেলিপেকে কাটিয়ে ছোট ডি-বক্সের মধ্যে থেকে কোনাকুনি শটে গোলটি করেন তিনি।
বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
এমএমএস