পিছিয়ে পড়েও চ্যাম্পিয়নস লিগে দারুণ শুরু পেল ম্যানচেস্টার সিটি। পোর্তোকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।
বুধবার ইতিহাদ স্টেডিয়ামে ‘সি’গ্রুপে লুইস দিয়াসের গোলে পিছিয়ে পড়ে সিটি। তবে পেনাল্টি থেকে সার্জিও আগুয়েরো সমতায় ফেরান। পরে ইলকাই গুনদোগান ও ফেরান তোরেস দলের জয় নিশ্চিত করেন।
ম্যাচের ১৪তম মিনিটে আচমকা এগিয়ে যায় পোর্তো। সতীর্থের পাস পেয়ে ডি-বক্সে ঢুকে ডান পায়ের জোরালো শটে দারুণ গোল করেন কলোম্বিয়ার এই ফরোয়ার্ড। তবে চার মিনিট পরেই পোর্তোর ডিফেন্ডার পেপে ডি-বক্সে রাহিম স্টার্লিংকে ফাউল করলে পেনাল্টি পায় সিটি। সেখান থেকে সফল স্পট কিকে সমতা টানেন আর্জেন্টাইন স্ট্রাইকার আগুয়েরো।
বিরতির পর দ্বিতীয় সুযোগ কাজে লাগান গুনদোগান। ৬৫তম মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে স্বাগতিকদের এগিয়ে নেন এই জার্মান মিডফিল্ডার।
ম্যাচের ৭৩তম মিনিটে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন বদলি নামা তোরেস। ফিল ফোডেনের পাস ডি-বক্সের বাঁ দিকে পেয়ে দারুণ ফিনিশিংয়ে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন তিনি।
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
এমএমএস