ফিফা ফিপ্রো বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়া আছেন লিভারপুলকে ৩০ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগ জেতানো তিন তারকা গোলরক্ষক অ্যালিসন, দুই ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড ও ভার্জিল ফন ডাইক।
চলতি মৌসুমের শুরুতে চ্যাম্পিয়নস লিগ জয়ী বায়ার্ন মিউনিখ থেকে অ্যানফিল্ডে আসা থিয়াগো আলকান্তারাও আছেন এই তালিকায়। মাঝমাঠে জায়গা করে নিয়েছেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন।
মেসি ও রোনালেদোকে পেছনে ফেলে ২০২০ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ জিতেছেন লেভান্ডভস্কি।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দফতরে ভার্চুয়াল অনুষ্ঠানে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
ফিপ্রো একাদশ
গোলররক্ষ: অ্যালিসন (লিভারপুল)
ডিফেন্ডার: ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড (লিভারপুল), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ), আলফনসো ডেভিস (বায়ার্ন মিউনিখ)
মিডফিল্ডার: জশুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি), থিয়াগো আলকান্তারা (লিভারপুল)
ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), রবার্ট লেভান্ডভস্কি (বায়ার্ন মিউনিখ), ক্রিস্টিয়ানো রোনালদো (জুভেন্টাস)
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
ইউবি