ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

রোনালদোর জোড়া গোলে জুভেন্টাসের দারুণ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
রোনালদোর জোড়া গোলে জুভেন্টাসের দারুণ জয়

ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে পার্মাকে ৪-০ গোলে উড়িয়ে দিল জুভেন্টাস। ফলে এক ম্যাচ পরেই জয়ে ফিরল আন্দ্রে পিরলোর শিষ্যরা।

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে শুরু থেকে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য করা জুভেন্টাস ২৩তম মিনিটে এগিয়ে যায়। বাঁ দিক থেকে মোরাতার নিখুঁত আড়াআড়ি ক্রস খুঁজে পায় অপর প্রান্তে থাকা দেজান কুলুসেভস্কিকে। প্রথম ছোঁয়ায় বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন সুইডিশ মিডফিল্ডার।

২৬তম মিনিটে মোরাতার উঁচু ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন রোনালদো।

বিরতির পর শুরুতে ব্যবধান বাড়ায় সফরকারীরা। অ্যারন র‌্যামসির পাস ধরে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন রোনালদো।  লিগে তারকা এই ফরোয়ার্ডের গোল হলো ১২টি।  

পরে ৮৫তম মিনিটে ফেদেরিকো বের্নারদেস্কির ক্রসে হেডে দলের জয় নিশ্চিত করেন মোরাতা।

লিগে ১৩ ম্যাচে সপ্তম জয় পাওয়া জুভেন্টাস ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এক ম্যাচ কম খেলা ইন্টার মিলান। ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান। আর ১৩ ম্যাচে পঞ্চম হারের তেতো স্বাদ পাওয়া পার্মা ১২ পয়েন্ট নিয়ে আছে পঞ্চদশ স্থানে।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।