ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ফেডারেশন কাপে উত্তর বারিধারার রোমাঞ্চকর জয়

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
ফেডারেশন কাপে উত্তর বারিধারার রোমাঞ্চকর জয় উত্তর বারিধারার রোমাঞ্চকর জয়। ছবি: শোয়েব মিথুন

ফেডারেশন কাপ ফুটবলে রোমঞ্চকর জয় পেয়েছে উত্তর বারিধারা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে ৩-২ গোলে হারিয়েছে দলটি।

ফলে টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ পেয়েছে বারিধারা। পাশাপাশি কোয়ার্টার ফাইনালে খেলার আশাও বাঁচিয়ে রেখেছে শেখ জাহিদুর রহমানের শিষ্যরা। অন্যদিকে প্রথম পরাজয়ের মুখ দেখল আরামবাগ।

শনিবার (২৬ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে উত্তর বারিধারার। ২২তম মিনিটে গোলের সুযোগ নষ্ট হয়। অধিনায়ক সুমন রেজার নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে।

এরপরই প্রথম গোলের দেখা পায় বারিধারা। ২৪তম মিনিটে মোস্তফা আব্দেল খালেক হাম্মাদের বাড়ানো নিচু ক্রস টোকায় দিয়ে বল জালে পাঠান অধিনায়ক সুমন। ৩০তম মিনিটে ব্যবধান বাড়ায় উত্তর বারিধারা। পেনাল্টি বক্সের ভেতরে বল আরামবাগের ডিফেন্ডারের পায়ে লেগে ফিরে আসে। সেই বল সামনে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জাল পাঠান সুজন বিশ্বাস।

৩৭তম মিনিটে ব্যবধান কমায় আরামবাগ। সতীর্থের বাড়ানো পাস থেকে গোল করে স্কোরলাইন ২-১ করেন চিজোবা ক্রিস্টোফার। ম্যাচের ৪৩তম মিনিটে সুমনের আরও একটি শট আবারও পোস্টে লেগে ফিরে আসলে গোলের সুযোগ হাত ছাড়া হয় বারিধারার। তবে পরের মিনিটে আর হতাশ হতে হয়নি বারিধারাকে। পেনাল্টি বক্সের ডান দিক দিয়ে ভেতরে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করে বিরতির আগে ব্যবধান ৩-১ করেন মিশরের ফরোয়ার্ড হাম্মাদ।

বিরতির পর ম্যাচে ফিরতে চেষ্টা করে আরমবাগ। কিছুটা গোছানো ফুটবল খেললেও ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পাচ্ছিল না। তবে ৭৫তম মিনিটে মিরাজ মোল্লার বাড়ানো ক্রস নিহাত জামান উচ্ছ্বাসের হেড দিয়ে গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৩-২। ম্যাচে ফেরার আভাস দেয় আরামবাগ।

বাকিটা সময় আর কেউ গোলের দেখা না পেলে ৩-২ গোলের জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে উত্তর বারিধারা। দুই ম্যাচ শেষে দুই দলের সমান তিন পয়েন্ট।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ডিসেম্বর  ২৬, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।