বড়দিনের ছুটিতে নিজ বাড়িতে পার্টি আয়োজন করে ব্রাজিলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন নেইমার জুনিয়র।
ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অবস্থিত নিজের বিশাল ম্যানশনে গত শুক্রবার থেকে এক পার্টি আয়োজন করেছেন পিএসজি ফরোয়ার্ড নেইমার।
করোনা মহামারিতে বিপর্যস্ত দেশগুলোর মধ্যে অন্যতম ব্রাজিল। করোনায় আক্রান্ত হয়ে দক্ষিণ আমেরিকার দেশটিতে প্রায় এক লাখ ৯০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। দেশের যখন এই অবস্থা, তখন নেইমারের পার্টি আয়োজন তো সমালোচনার মুখে পড়বেই।
নেইমারের পার্টিতে অতিথিদের মনোরঞ্জনের জন্য থাকবে ব্যান্ড সঙ্গীতের আয়োজন। অতিথিরা দীর্ঘ সময় পার্টি করার জন্য নেইমারের বাড়ির আন্ডারগ্রাউন্ড ডিস্কোতে অবস্থান করবেন। এই ডিস্কোর তুমুল হইচই যেন প্রতিবেশীদের বিরক্ত না করে সেজন্য থাকবে শব্দ নিরোধকের ব্যবস্থাও।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে কেউ যেন ভিডিও ধারণ করতে না পারেন সেজন্য পার্টিতে মোবাইল ফোন নিষিদ্ধ করে দিয়েছেন নেইমার। পুরো আয়োজনের বিস্তারিত স্থানীয় সংবাদমাধ্যম 'ও গ্লোবো'তে প্রকাশিত হওয়ার পর থেকেই নেইমারের তীব্র সমালোচনা চলছে ব্রাজিলে।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
এমএইচএম