ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শেষ আট মিনিটের ঝড়ে মুক্তিযোদ্ধা সংসদকে উড়িয়ে দিল মোহামেডান 

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
শেষ আট মিনিটের ঝড়ে মুক্তিযোদ্ধা সংসদকে উড়িয়ে দিল মোহামেডান  ছবি: শোয়েব মিথুন

শেষ আট মিনিটের ঝড়ে মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে বড় জয় তুলে নিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই জয়ে শন লেনের শিষ্যদের শেষ আটের আশাও টিকে রইলো।

রোববার (২৭ ডিসেম্বর) ফেডারেশন কাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে ৪-১ গোলে হারিয়েছে মোহামেডান। আগের ম্যাচে আবাহনীর কাছে ৩-০ গোলে হারা দলটির কোয়ার্টার ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখলো এই জয়। অন্যদিকে শেষ আটে উঠা জটিল হয়ে গেল মুক্তিযোদ্ধার। শেষ ম্যাচে দলটি ড্র করলেও কোয়ার্টারে চলে যাবে মোহামেডান। ফলে নিজেদের শেষ ম্যাচে মুক্তিযোদ্ধাকে জিততে হবে বড় ব্যবধানে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই মুক্তিযোদ্ধার ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে মোহামেডান। ৪ মিনিটে আমির হোসেন বাপ্পীর শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন মুক্তিযোদ্ধার গোলরক্ষক মাহফুজ হাসান। ১২তম মিনিটে শাহেদ মিয়ার জোরালো শট ফিরিয়ে দেন মুক্তিযোদ্ধার গোলরক্ষক। প্রথমার্ধের শেষ দিকে গোলের দেখা পায় মোহামেডান। হাবিবুর রহমান সোহাগের ফ্রি কিকে বল বাঁক খেয়ে জালে জড়িয়ে যায়।  

বিরতির পর ৬৮তম মিনিটে সমতায় ফেরে মুক্তিযোদ্ধা। সুজন মিয়ার ক্রসে ডিফেন্ডার খোলদারোভ হেড দিয়ে গোল করে দলের স্কোর লাইন ১-১ করেন। তবে ৭৫তম মিনিটে মুক্তিযোদ্ধার বিপক্ষে আবার এগিয়ে যায় মোহামেডান। কর্নারে পাওয়া বল মুক্তিযোদ্ধার ডিফেন্ডার খোলদারোভ হেডে বিপদমুক্ত করতে পারেননি। উপরে উঠে যাওয়া বলে নাগাতার হেড দিলেও সেই বল আবার হেড দিয়ে আতিকুজ্জামান গোল করলে ২-১ গোলে এগিয়ে যায় মোহামেডান।

৮০তম মিনিটের পেনাল্টি বক্সের বাম দিক দিয়ে সজীবের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে গোল করেন আবিওলা নুরাত। ৩-১  গোলে এগিয়ে যায় মোহামেডান। ৮৩ মিনিতে নুরাত আবার গোল করলে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।