ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

শেষ আটের অপেক্ষা বাড়লো শেখ জামালের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
শেষ আটের অপেক্ষা বাড়লো শেখ জামালের ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ পুলিশের সঙ্গে ড্র করায় কোয়ার্টার ফাইনালের অপেক্ষা বাড়লো শেখ জামাল ধানমন্ডি ক্লাবের।

রোববার ফেডারেশন কাপের ‘এ’ গ্রুপের ম্যাচে পুলিশের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে শেখ জামাল।

ফলে কোয়ার্টার ফাইনালে উঠতে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে দুই দলকেই।  

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শেখ রাসেল ক্রীড়াচক্রের বিপক্ষে মাঠে নামবে শেখ জামাল। ম্যাচটি ড্র করলেই শেষ আট নিশ্চিত করবে শেখ জামাল। তবে ১-০ গোলে হেরে গেলেও সুযোগ থাকবে। আর শেখ জামাল যদি ২-০ ব্যবধানে হেরে যায়, তাহলে কোয়ার্টার ফাইনালে উঠে যাবে পুলিশ।

রোববার (২৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল পুলিশ। অবশ্য দ্বিতীয় মিনিটেই পেনাল্টি ডি-বক্সের বাম দিক দিয়ে ঢুকে বাল্লো ফামুসা শট নিলেও গোলরক্ষক ফিরিয়ে দেন। তবে ১০ মিনিটে আর ভুল করেনি পুলিশ। সতীর্থের বাড়ানো ক্রস থেকে বল পেয়ে গোল করে পুলিশকে লিড এনে দেন মোহাম্মদ স্বাধীন।

লিড ধরে রেখেই বিরতিতে যায় পুলিশ। বিরতির পর ৫১তম মিনিটে সমতায় ফেরে শেখ জামাল। অধিনায়ক সলোমন কিংয়ের পাস থেকে গোল করে সমতা ফেরান জোবে। ৭৭তম মিনিটে আবার এগিয়ে যার পুলিশ। প্রতিপক্ষের আক্রমণ রুখতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান শেখ জামালের আরিফুল ইসলাম।

এরপর শেখ জামালকে সমতায় ফেরান সলোমন কিং। ওতাবেকের ফ্রি কিক পুলিশের ডিফেন্ডারের গায়ে লেগে পেয়ে যান ফাঁকায় দাঁড়িয়ে থাকা সলোমন কিং। দারুণ ফিনিশিংয়ে গোল করেন তিনি। ফলে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।