ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আজ শুধু উদযাপন, জাতীয় দল নিয়ে কথা কাল: ব্রুজোন

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
আজ শুধু উদযাপন, জাতীয় দল নিয়ে কথা কাল: ব্রুজোন ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের শেষ ম্যাচে অপরাজিত থেকে মাঠ ছাড়ল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। শেষ ম্যাচে শক্তিশালী ঢাকা আবাহনীর বিপক্ষে ১-১ গোলে ড্র করে অস্কার ব্রুসোনের শিষ্যরা।

এদিন ম্যাচ শেষে আনুষ্ঠানিকভাবে বসুন্ধরা কিংসের কাছে শিরোপা তুলে দেওয়া হয়। যদিও চার ম্যাচ হাতে রেখেই এবারের লিগ শিরোপা ঘরে তুলেছিল বসুন্ধরা কিংস।

ম্যাচ শেষে কিংস কোচ অস্কার ব্রুজোনকে প্রশ্ন করা হয়েছিল জাতীয় দল নিয়ে। দুই দিন আগেই তাকে অন্তর্বর্তী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাফুফে। তবে আজ জাতীয় দল নিয়ে কোনো কথা বলতে রাজী হননি কিংস কোচ। তিনি দলের শিরোপা জয়ের আনন্দ উদযাপন করতে চান।

অস্কার ব্রুজোন বলেন, 'আজকের দিনটির জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। যে কোনো ক্লাব কোচের জন্যই লিগ শিরোপা অনেক বড় অর্জন। এই ট্রফিটা আমি উপভোগ করতে চাই। জাতীয় দল নিয়ে আজ কোনো কথা হবে না। এটা একটা নতুন চ্যালেঞ্জ হবে। নিশ্চয় এটা নিয়ে কাল কথা হবে। সাফল্যের জন্য টিম ম্যানেজমেন্টের সকলেই কৃতিত্ব পাবে। দলের পারফরম্যান্সে সেভাবে উত্থান-পতন হয়নি। প্রায় একই তালে মৌসুমটা খেলে গেছি। '

২৪ ম্যাচে ২১ জয় ও দুই ড্র ও এক হার নিয়ে লিগ শেষ করেছে কিংস। ব্রুজোন আরও বলেন, 'পুরো মৌসুমেই আবাহনী কঠিন প্রতিপক্ষ ছিল। আজকের ম্যাচে প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়েছি। তবে ফিরে এসে আমরা গোলের জন্য অলআউট ফুটবল খেলেছি। তবে পারিনি। কারণ আবাহনী খুব ভালো দল। পুরো টুর্নামেন্টে ম্যানেজমেন্ট পার্থক্য গড়ে দেয়ার মতো প্লেয়ার নিয়ে কাজটা সহজ করে দিয়েছে। ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে পেরেছি। অনেক বেশি বিকল্প ছিল। আমি খুবই উপভোগ করেছি পুরো মৌসুমটা। '

কিংসের দুই তরুণ কাজী তারিক আর আবাহনীর ওবায়দুর রহমান নবাবের খেলার প্রশংসাও করেছেন ব্রুজোন, 'তারিক কাজী অসাধারণ প্রাপ্তি। খুবই কার্যকর একজন লেফটব্যাক। দেশেরও অনেকে আছে। এছাড়া কাতার প্রবাসী ওবায়দুর রহমান নবাবও অনেক ভাল। সে সামনের মৌসুমে আরও ভালো ফুটবল খেলবে। এএফসি কাপের জন্য খানিকটা আফসোস আছে। তবে এটা এএফসি কাপে আমাদের প্রথম মিশন ছিল। প্রথম মিশনে এক ম্যাচও হারিনি। এটা অবশ্যই ভালো একটা প্রাপ্তি। '

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।