ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

হংকংয়ের জালে বাংলাদেশের মেয়েদের ৫ গোল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
হংকংয়ের জালে বাংলাদেশের মেয়েদের ৫ গোল সংগৃহীত ছবি

ফিফা র‍্যাংকিংয়ে দুই দলের পার্থক্য বিশাল। সেখানে ৬১ ধাপ এগিয়ে হংকং।

কিন্তু মাঠের খেলায় সেই ব্যবধান ঘুচিয়ে দিল বাংলাদেশ নারী ফুটবল দল। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে রীতিমত গোল উৎসব করেছে বাংলাদেশের মেয়েরা।  

রোববার হংকয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে ৫-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ।  

উজবেকিস্তানের জার একাডেমি ট্রেনিং গ্রাউন্ডে খেলার ১৮তম মিনিটে প্রথম গোলটি করেন তহুরা খাতুন। আর একাই ৪ গোল করেছেন সাবিনা খাতুন! তার গোলগুলো হয়েছে যথাক্রমে ৪৩, ৫৩, ৫৭ এবং ৮৫তম মিনিটে।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের দুই ম্যাচ বড় ব্যবধানে হারের পর এই প্রথম জয়ের দেখা পেল গোলাম রব্বানী ছোটনের দল। টানা দুই ম্যাচ হেরে দেশে ফেরার আগে এই প্রীতি ম্যাচটি খেলতে রাজি হয়েছিল হংকং।  

এর আগে 'জি' গ্রুপের ম্যাচে জর্ডানের কাছে ৫-০ গোলে হার দিয়ে এশিয়ান কাপ বাছাইয় শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে ইরানের কাছেও একই ব্যবধানে হেরে চূড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ হয় লাল-সবুজের দল।  

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।