ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সর্বোচ্চ গোলে রোনালদোর পাশে লেভা, শীর্ষে মেসি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
সর্বোচ্চ গোলে রোনালদোর পাশে লেভা, শীর্ষে মেসি

বছরের শেষ ম্যাচে জার্মান বুন্দেসলিগার শুক্রবার রাতে ভলফসবুর্গের মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখ। ম্যাচটি ৪-০ গোলের ব্যবধানে জিতেছে বায়ার্ন।

একটি গোল করেছেন বার্য়ানের রবার্ট লেভান্ডভস্কি। ৮৭তম মিনিটে করা ওই গোলেই পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর এক বছরে করা সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়েছেন তিনি।

লেভান্ডভস্কি যে গোলটি করেন সেটি ২০২১ সালে তার ৬৯তম গোল। ২০১৩ সালে ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে ৬৯টি গোল করেছিলেন। তবে এক বছরে সবচেয়ে বেশি গোল করার মালিক লিওনেল মেসি। তিনি ২০১২ সালে ৯১টি গোল করেছিলেন। তার এই রেকর্ডটি আসলে পোলিশ তারকাই নয়, এটি ভাঙাতে পারা অনেকটা অসম্ভবই।

মেসির পরই রয়েছেন জার্মান কিংবদন্তি গার্ড মুলার। এক বছরে তিনি ৮৫টি গোল করেছিলেন। এরপর রয়েছেন পেলে (৭৫), রোমারিও (৭২) ও জিকো (৭২)। পেলে এক বছরে ৭২ গোলও করেছিলেন একবার। এরপরই ৬৯ গোল করা রোনালদো ও লেভান্ডভস্কির স্থান।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।