ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

রিয়ালের জয়ে বেনজেমার জোড়া গোল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
রিয়ালের জয়ে বেনজেমার জোড়া গোল

স্প্যানিশ লা লিগা আথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ২-১ গোলে জিতেছে রিয়াল। এই জয়ে একাই জোড়া গোল করেন করিম বেনজেমা।

ম্যাচে বুধবার দিবাগত রাতে নিয়মিত একাদশের বেশ কজন তারকাকে ছাড়াই খেলতে নামে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের শুরুটা দুর্দান্ত ছিল রিয়ালের। চতুর্থ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন করিম বেনজেমা। তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। দশম মিনিটে একটি গোল পরিশোধ করে বিলবাও।

ম্যাচের বাকি সময় আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা হলেও আর কোনো গোল হয়নি। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এই জয়ের ফলে ১৯ ম‍্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষস্থান আরো মজবুত করল রিয়াল। এক ম্যাচ কম খেলে ৩৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে সেভিয়া। ২৭ পয়েন্ট নিয়ে সাতে বার্সেলোনা।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।