ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সাইফ স্পোর্টিংকে জিততে দিল না পুলিশ এফসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
সাইফ স্পোর্টিংকে জিততে দিল না পুলিশ এফসি ছবি: শোয়েব মিথুন

নানা নাটকীয়তার পর অবশেষে মাঠে গড়াল ফেডারেশন কাপ ফুটবল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে দুর্দান্ত খেলেও পুলিশ এফসির বিপক্ষে ড্র করে মাঠ ছাড়লো সাইফ স্পোর্টিং ক্লাব।

ম্যাচটি ১-১ ব্যবধানে ড্র হয়।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার (২৬ ডিসেম্বর) ‘সি’ গ্রুপের ম্যাচটিতে এমেরি বাইসেঙ্গের পেনাল্টি গোলে সাইফ স্পোর্টিং এগিয়ে যায়। শেষদিকে স্পট কিকে পুলিশ এফসিকে সমতায় ফেরান আমির উদ্দিন শরিফি।

ম্যাচের শুরু থেকেই পুলিশ এফসিকে চাপের মুখে রাখে সাইফ স্পোর্টিং। টানা আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে গত আসরে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া দলটি। ৫৪তম মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো অগাস্তোকে পুলিশ এফসির ফুটবলার ফাউল করলে পেনাল্টিা পায় সাইফ। সুযোগ পেয়ে দারুণ এক স্পট কিকে দলকে এগিয়ে নিয়ে যায় এমেরি বাইসেঙ্গ।

বিরতির পর সমতায় ফিরতে মরিয়া পুলিশ এফসি কয়েকটি সুযোগ পেলেও তা নষ্ট করে ফেলে। যোগ করা সময়ে নাটকীয়ভাবে দলকে সমতায় ফেরান শরিফি। রিয়াদুল হাসান বক্সে দানিলোকে ফাউল করলে পেনাল্টি পুলিশ এফসি। দারুণ এক শটে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন আফগান এই ফরোয়ার্ড।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।