ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

পচেত্তিনোকে সরিয়ে জিদানকে আনছে পিএসজি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২
পচেত্তিনোকে সরিয়ে জিদানকে আনছে পিএসজি! সংগৃহীত ছবি

বর্তমান কোচ মাউরিসিও পচেত্তিনোকে সরিয়ে দিতে যাচ্ছে পিএসজি। তার জায়গায় আসছেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান।

এমনটাই জানিয়েছেন ফ্রান্সের প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ড্যানিয়েল রায়োলা।

আরএমসির এই সাংবাদিকের মতে, পিএসজির সঙ্গে পচেত্তিনোর কথাবার্তা ঠিক হয়ে গেছে। এই মৌসুম শেষে পিএসজি ছাড়বেন আর্জেন্টাইন কোচ। এরপর পিএসজির দায়িত্ব নেবেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক জিদান।  

পিএসজির ভেতরের এ খবর ফাঁস করা ছাড়াও এর আগে মেসির প্যারিসে আসার খবরও বিশ্ববাসীকে প্রথম জানিয়েছিলেন। তবে এবার তার খবর যদি সত্য হয়, তাহলে আগামী মৌসুমেই মেসি-নেইমারদের কোচ হিসেবে দেখা যাবে রিয়ালকে চ্যাম্পিয়নস লিগের হ্যাটট্রিক শিরোপা জেতানো জিদানকে।

জিদান আসার সম্ভাবনা থাকলেও আগামী মৌসুমে কিলিয়ান এমবাপ্পের প্যারিসে থাকা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাই জিদান তাকে (এমবাপ্পে) পান কি না সেটিও বড় প্রশ্ন। তবে এমনও শোনা যাচ্ছে, এরই মধ্যে ফ্রি এজেন্ট হওয়া এমবাপ্পেকে ক্লাবে রেখে দেওয়ার জন্যই জিদানকে আনছে ফরাসি জায়ান্টরা।  

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।