ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

ফুটবল

টের স্টেগেনের সেরা একাদশে নেই মেসি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
টের স্টেগেনের সেরা একাদশে নেই মেসি!

তর্কসাপেক্ষে বার্সেলোনার সর্বকালের সেরা ফরোয়ার্ড লিওনেল মেসি। অথচ তাকেই কিনা নিজের সেরা একাদশে রাখলেন না তার সাবেক সতীর্থ ও বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন!

দেশ ও ক্লাবের হয়ে একসঙ্গে খেলেছেন এমন খেলোয়াড়দের একাদশ বানিয়েছেন বার্সেলোনার জার্মান গোলরক্ষক টের স্টেগেন।

সেখানে জায়গা হয়নি তার সাবেক সতীর্থ ও সাতবারের ব্যালন ডি'অরজয়ী মেসির।

বার্সায় একসঙ্গে খেলেছেন টের স্টেগেন ও মেসি। তবে তাদের সম্পর্ক খুব একটা মধুর ছিল না বলেই শোনা যায়। তবে শুধু মেসি একাই নন, জার্মান গোলরক্ষকের একাদশে জায়গা হয়নি তার আরও দুই সাবেক সতীর্থ নেইমার জুনিয়র এবং লুইস সুয়ারেসেরও।

টের স্টেগেন তার একাদশের অ্যাটাকিং পজিশনে রেখেছেন স্বদেশী মারিও গোটশে ও মার্কো রিউসকে। এছাড়াও তার একাদশে জায়গা পেয়েছেন ব্লাসউইচ, দানি আলভেস, পিকে, রুডিগার, জর্দি আলবা, সার্জিও বুসকেতস, জাভি, ইনিয়েস্তা ও ডি ইয়ং।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।