ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

স্বাস্থ্য

এমবিবিএস ভর্তি পরীক্ষায় যেসব নির্দেশনা মানতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
এমবিবিএস ভর্তি পরীক্ষায় যেসব নির্দেশনা মানতে হবে

ঢাকা: শুক্রবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠেয় এমবিবিএস ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের প্রতি বেশ কিছু নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়,  শুক্রবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠেয় এমবিবিএস ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীগণ প্রবেশপত্র, কালো রংয়ের বলপয়েন্ট কলম ব্যতীত অন্য কোনো ধরনের কলম, ঘড়ি, ক্যালকুলেটর ও ইলেক্ট্রনিক ডিভাইস আনতে পারবেন না। কেন্দ্র/ভেন্যুর গেট খুলবে সকাল ৮টায় এবং বন্ধ হবে সকাল ৯টা ৩০ মিনিটে।

সকাল ৯টার মধ্যে পরীক্ষা হলে পৌঁছানো নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার জন্য পরীক্ষার্থী ও অভিভাবককে অনুরোধ করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।