দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে ৩০টির বেশি রকেট ছোড়া হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলের দিকে ছোড়া ১৫টি রকেটকে বাধা দিয়েছে।
সেনাবাহিনী আরও বলেছে, রকেট হামলার কারণে তারা বেসামরিক ফ্লাইটের জন্য তাদের ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিয়মিত নিরাপত্তার ঘটনা সম্পর্কে খবর নিচ্ছেন। তিনি নিরাপত্তা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে পরিস্থিতি মূল্যায়ন করবেন। ’
ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষের মতে, লেবানন থেকে ছোড়া রকেটগুলোর বেশিরভাগ গ্র্যাড এবং কাতিউশা ধরনের।
এখন পর্যন্ত লেবাননের কোনো গোষ্ঠীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করা হয়নি।
সূত্র: আল জাজিরা
বাংলাদেশ সময়: ০০৩২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৩
এমজেএফ