ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বাড়ছে করোনা, ভারতের তিন রাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
বাড়ছে করোনা, ভারতের তিন রাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক

ভারতে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত কয়েকদিনে দেশটির বিভিন্ন রাজ্যে রেকর্ড পরিমাণ করোনা রোগী শনাক্ত হয়েছে।

আর রাজ্যগুলোতে আবারও ফিরিয়ে আনা হয়েছে করোনাবিধি।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে তিনটি রাজ্যে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

হরিয়ানা
সংক্রমণের সংখ্যা বাড়ায় মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করেছে হরিয়ানা সরকার। শনিবার এক বিবৃতি জারি করে মাস্ক পরার পরামর্শ দিয়েছে স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর।

একইসঙ্গে জনসাধারণকে যথাযথ করোনাবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

কেরালা
অন্তঃসত্ত্বা নারী, বয়স্ক ও জটিল রোগে আক্রান্তদের জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে কেরালা প্রশাসন।

করোনা পরিস্থিতি মূল্যায়নে উচ্চ পর্যায়ের বৈঠকের পরে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ বলেছেন, করোনায় সাম্প্রতিক মৃতদের বেশিরভাগই ৬০ বছরের বেশি বয়সী এবং ডায়াবেটিসের মতো রোগে আক্রান্ত ছিলেন।

পুদুচেরি
উন্মুক্ত স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করেছে পুদুচেরি। তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এ নিয়ম। এক বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতাল, হোটেল, রেস্তোরাঁ, মদের দোকান, আতিথেয়তা ও বিনোদন খাত, সরকারি অফিস এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মীদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।