ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বিস্ফোরণে কেঁপে উঠল ক্রিমিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, মে ৭, ২০২৩
বিস্ফোরণে কেঁপে উঠল ক্রিমিয়া

একাধিক ড্রোন হামলায় কেঁপে উঠেছে রাশিয়ার অধিভুক্ত ক্রিমিয়া। এই হামলার জন্য কিয়েভকে অভিযুক্ত করেছে ক্রিমিয়ার মস্কোপন্থী এক কর্মকর্তা।

অভিযোগ করা হচ্ছে, উপদ্বীপটিতে অন্তত ১০টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।

জাতিসংঘের পরমাণু প্রধান যখন হুঁশিয়ারি দিয়েছেন যে রাশিয়ার দখল করা জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের কাছে ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়েছে, তখনই ক্রিমিয়ায় এ হামলার খবর জানা গেল।

কর্মকর্তারা ও স্থানীয় গণমাধ্যম বলছে, রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ড্রোন হামলাকে প্রতিহত করেছে। ক্রিমিয়ার বন্দর শহর সেভাস্তোপলে অন্তত তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে সেভাস্তোপলের গভর্নর (মস্কো নিযুক্ত) মিখাইল রাজভোজায়েভ বলেছেন, সেভাস্তোপলে কোনো বস্তু ক্ষতিগ্রস্ত হয়নি। ধারাবাহিক আক্রমণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১২৪৭, মে ০৭, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।