ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পাল্টা আক্রমণে ইউক্রেনের ধীরগতি, স্বীকার জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, জুন ২২, ২০২৩
পাল্টা আক্রমণে ইউক্রেনের ধীরগতি, স্বীকার জেলেনস্কির

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন যে, রাশিয়ার দখলে থাকা এলাকাগুলো পুনরুদ্ধারে ইউক্রেনের সামরিক অভিযানের অগ্রগতি ‘প্রত্যাশার চেয়ে ধীরগতিতে’ চলছে।

তিনি বিবিসিকে বলেছেন, ‘কিছু মানুষ মনে করছে এটি হলিউডের সিনেমা।

তাই তারা এখনই ফলাফল আশা করছে। ’

‘কিন্তু না, এটি হলিউড সিনেমা না। মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। ’

জেলেনস্কি বলেছেন যে, ‘সামরিক অভিযান সহজ না। কারণ ইউক্রেনের দুই লাখ বর্গ কিলোমিটার এলাকায় রাশিয়ান বাহিনী মাইন পুঁতে রেখেছিল। ’

জেলেনস্কি যোগ করেছেন, অনেকে আমাদের ওপর চাপ দেওয়ার চেষ্টা করবে। কিন্তু যুদ্ধক্ষেত্রে আমরা যেভাবে নিজেদের সেরা মনে করি, সেভাবেই এগিয়ে যাব।

ইউক্রেনীয় নেতা মার্কিন তৈরি এফ-১৬ যুদ্ধবিমানের বিষয়ে কথা বলেন। তিনি বিশ্বাস করেন যে, যুদ্ধবিমানের পাইলটরা আগস্টে প্রশিক্ষণ শুরু করতে পারবে। পরের ছয় বা সাত মাসের মধ্যে এফ-১৬ এর প্রথম চালান আসতে পারে।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, জুন ২২, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।