ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন, নিহত ৭ আহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৩
মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন, নিহত ৭ আহত ৪০

ভারতের বাণিজ্যিক শহর মুম্বাইয়ের গোরেগাঁও এলাকার এক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে।

আরও অন্তত ৪০ জন আহত হয়েছেন।  

আহতদের মধ্যে ২৫ জনকে এইচবিটি ট্রমা কেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ১৫ জন স্থানীয় কুপার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।  

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দিনগত ভোররাত ৩টা ৫ মিনিটে গোরেগাঁওয়ের এমজি রোডস্থ জয় ভবানী বিল্ডিং নামক ছয়তলা ভবনটিতে আগুন লাগে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।  

ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টার পর সকাল ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে।

মুম্বইয়ের দমকল কর্তা রবীন্দ্র অম্বুলগেকর জানান, আগুন লেগে তা নিচতলার দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থে আগুনের লেলিহান শিখা ওপরের তলাগুলোতে দ্রুত পৌঁছে যায়। ভবনের নিচে দাঁড় করানো একাধিক গাড়িতেও আগুন লেগে যায়। ওপরের তলায় বহু মানুষ আটকে পড়ে।  

তিনি বলেন, ভবনটিতে আগুন নেভানোর কোনো ব্যবস্থাই ছিল না। লিফটও ছিল বহু পুরোনো। লিফটের ডাক্ট দিয়েই ওপরের তলাগুলিতে বিষাক্ত ধোঁয়া চলে যায়। অনেকে অসুস্থ হয়ে পড়েন। আগুনের সূত্রপাত বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।