ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানের দ্বীপে ৮ আরোহীসহ মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
জাপানের দ্বীপে ৮ আরোহীসহ মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত  ছবি: সংগৃহীত

মার্কিন সামরিক বাহিনীর একটি সিভি-২২ উড়োজাহাজ আটজন আরোহী নিয়ে পশ্চিম জাপানের সাগরের কাছে একটি দ্বীপে বিধ্বস্ত হয়েছে।  

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার কাগোশিমা প্রিফেকচারের ইয়াকুশিমা দ্বীপের কাছে পরিবহন উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে।

জাপানের কোস্টগার্ডের সদস্যর তাৎক্ষণিক উদ্ধার অভিযানের জন্য ঘটনাস্থলে যান এবং উড়োজাহাজটির ধ্বংসাবশেষ দেখতে পান। আশপাশে মাছ ধরতে থাকা কয়েকটি নৌকা ওই এলাকায় তল্লাশি চালিয়ে তিনজনকে খুঁজে পেয়েছেন। তাদের মধ্যে একজন ব্যক্তি, সম্ভবত তিনি একজন ক্রু সদস্য, তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

কোস্টগার্ডের মুখপাত্র কাজুও ওগাওয়া বলেন, উড়োজাহাজটিতে থাকা বাকি পাঁচজনের অবস্থা সম্পর্কেও বিস্তারিত কিছু জানা যায়নি।

স্থানীয় সময় বুধবার আনুমানিক ২টা ৪৭ মিনিটে কাগোশিমা পুলিশ ইয়াকুশিমা বিমানবন্দরের নিকটবর্তী সাগরতীরের দ্বীপে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। কাছেই মাছ ধরার নৌকার জেলেদের কাছ থেকে উড়োজাহাজ বিধ্বস্তের খবর পায় কোস্ট গার্ডের সদস্যরা।

সূত্র: এপি

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।