ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় নিহত ৫৫, উত্তরে হামলা বাড়াল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
গাজায় নিহত ৫৫, উত্তরে হামলা বাড়াল ইসরায়েল

গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৫৫ জনের প্রাণ গেছে। মঙ্গলবার সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটি জানায়।

উত্তর দিকের জাবালিয়া শরণার্থী শিবিরে আল-ফালুজা নামক স্থানের কাছেই পাওয়া যায় ১২ জনের মরদেহ। খবর আল জাজিরার।

ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, জাবালিয়ায় যে ১২ জনের মরদেহ পাওয়া যায়, তাদের মধ্যে সাতজন আল-সায়েদ পরিবারের। তাদের পারিবারিক বাড়িতেই সমাহিত করা হয়।  

বাকি পাঁচজনের মরদেহ পাওয়া যায় পাশের একটি সড়ক থেকে, জানান মাহমুদ বাসাল।

শরণার্থী শিবিরের বিরকাত আবু রশিদ এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনাস্থল থেকে জানান আল জাজিরার সাংবাদিক আনাস আল-শরিফ।  

বিমান হামলার পর বেশ ক্ষতিগ্রস্ত একটি ভবন থেকে জীবিতদের বের করে আনতে দেখা যায় উদ্ধারকারীদের। আরও দেখা যায়, এক ব্যক্তি এক আহত শিশুকে নিয়ে যাচ্ছেন।

বাসিন্দারা বলেন, সেনারা আল-ফালুজায় ভবন ও বাড়িঘর ধ্বংস করতে মাটিতে বিস্ফোরকভর্তি ব্যারেল পুঁতে রাখছেন।  

গত এক বছরে ইসরায়েলি সেনারা বারবার জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে। শিবিরটি ১৯৪৮ সালে ইসরায়েল সৃষ্টির সঙ্গে সম্পর্কিত।

ইসরায়েলি বাহিনী গাজা সিটিসহ উত্তর গাজা থেকে লোকজনকে সরে যেতে বলার পর জাবালিয়ায় হামলা চালায়। জাতিসংঘের হিসাবে এখনো উত্তর গাজায় প্রায় চার লাখ ফিলিস্তিনি অবস্থান করছেন।

জাতিসংঘের মানবাধিকার দপ্তর মঙ্গলবার বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকা থেকে উত্তর গাজাকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করতে যাচ্ছে বলে মনে হচ্ছে।

ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস (আইসিআরসি) বলছে, উত্তর গাজায় চলমান তীব্র সংঘর্ষ এবং সেখান থেকে লোকজন সরিয়ে নেওয়ার নির্দেশের মধ্যে পরিবারগুলো অকল্পনীয় ভীতি, প্রিয়জন হারানোর শোক, বিভ্রান্তি ও ক্লান্তিকর পরিস্থিতি পার করছে। লোকজনকে নিরাপদে সরে যেতে দিতে হবে।

এদিকে মঙ্গলবার ভোরে গাজা শহরের পশ্চিমে আল-সিনা সড়কে ইসরায়েলি হামলায় বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়েছে। বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর হিসাব অনুযায়ী দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে।  

ওই বাড়িগুলোতে থাকা ১২ জনের সন্ধান চালানো হচ্ছে। মধ্য গাজায় নুসেইরাত শিবিরে একটি বাড়িতে হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলেও জানিয়েছে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী।

দক্ষিণ গাজায় খান ইউনিসের পূর্বদিকে বনি সুহেলিয়ায় একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় একটি পরিবারের ১০ জন নিহত হয়েছেন। হামলায় অনেকে আহত হয়েছেন।  

খান ইউনিসের আল-ফুখারি জেলায় পৃথক আরেকটি হামলায় এক পরিবারের ছয়জনের প্রাণ গেছে।  

গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৪২ হাজার ২৮৯ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন ৯৮ হাজার ৬৮৪ জন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।