শেরপুর: শেরপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ইজতেমা। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ফজরের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।
আয়োজকরা বলছেন এবার ইজতেমায় লক্ষাধিক মুসল্লির সমাগম হবে। এছাড়াও দেশি মুসল্লিদের পাশাপাশি ভারত, সৌদি আরব ও ইন্দোনেশিয়া থেকেও আসা মুসল্লিরা ইজতেমায় অংশগ্রহণ করেছেন।
দেশের বিভিন্ন স্থান থেকে ইজতেমায় আসা মুসল্লিদের কেনাকাটার সুবিধার জন্য মাঠের পাশে গড়ে উঠেছে অর্ধশতাধিক বিভিন্ন ইসলামিক পণ্যের দোকান। যেখানে তিনদিনে অর্ধ কোটি টাকা ব্যবসা হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
ইজতেমায় মুসল্লিদের জন্য তিনশ অস্থায়ী টয়লেট, চারটি পয়েন্টে অজুখানা ও গোসলখানা এবং ফ্রি মেডিকেল ক্যাম্প রয়েছে। আগামী ২৩ ডিসেম্বর ফজরের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
এএটি