হজরত আবু হুরাইরা (রা.) বর্ণনা করেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘একজন মুসলমানের ওপর অন্য মুসলমানের ছয়টি হক আছে। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসুল! সেগুলো কী কী ? তিনি বললেন,
(এক) সাক্ষাতে সালাম বিনিময় করা,
(দুই) আমন্ত্রণ করলে গ্রহণ করা,
(তিন) উপদেশ চাইলে উপদেশ দেওয়া,
(চার) হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা,
(পাঁচ) অসুস্থ হলে সাক্ষাৎ করে খোঁজ খবর নেওয়া এবং
(ছয়) মৃত্যুবরণ করলে জানাজায় উপস্থিত হওয়া ।
সুতরাং প্রতিটি মুসলিম ব্যক্তিকে বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত। গভীরভাবে খেয়াল করলে দেখা যাবে, এই ছয়টি বিষয় প্রায় আমাদের বেশির ভাগের ভেতর অনুপস্থিত।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৪