বিশ্ব ইজতেমা ময়দান থেকে: গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাতের আন্তর্জাতিক সম্মেলন বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে।
রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়।
রোববার ফজরের নামাজের পর থেকেই শুরু হয় হেদায়েতি বয়ান। হেদায়েতি বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এরপর কিছু সময় নসিহতমূলক কথা বলেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।
টঙ্গীর আশরাফ মিলস লিমিটেডের গেট সড়কে মুসল্লিদের ছিল উপচে পড়া ভিড়। সবাই হাত তুলে আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন। ময়দানের ভেতরে জায়গা না পেয়ে সড়কেই পলিথিন ও কাগজ বিছিয়ে অবস্থান নিয়েছেন মুসল্লিরা। সড়কে নারী মুসল্লিদেরও অবস্থান নিতে দেখা গেছে।
বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৪
এসজেএ/আরবি