গাজীপুর: টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মুনতাজ উদ্দিন (৭৮) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে বার্ধক্যজনিত কারণে ইজতেমা ময়দানে তার মৃত্যু হয়।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের নিজামুদ্দিন অনুসারী মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে নিজামুদ্দিনের অনুসারী দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি ইজতেমায় অংশ নিয়েছেন। এর মধ্যে শনিবার দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেওয়া ছয় মুসল্লির মৃত্যু হয়েছে। নিহত ছয়জনের বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে।
এর আগে পাঁচ মুসল্লির মৃত্যু হয়। তারা হলেন শেরপুর সদর থানার রামকৃষ্ণপুর এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে আবুল কালাম (৬৫), নেত্রকোনার কেন্দুয়া থানার কুতুবপুর এলাকার মৃত সুলতান উদ্দিনের ছেলে আব্দুল হেলিম মিয়া (৬৫), দিনাজপুরের নবাবগঞ্জ থানার শিবনগর এলাকার মৃত্যু ইউসুফ উদ্দিনের ছেলে জহির উদ্দিন (৭০), জামালপুরের ইসলামপুর থানার গোয়ালের চর এলাকার ছবির উদ্দিনের ছেলে নবীর উদ্দিন (৬৫), সিরাজগঞ্জের কাজিপুর থানার বড়খোলা এলাকার মৃত বেলায়েত মণ্ডলের ছেলে জালাল মণ্ডল (৬০)।
রোববার (১১ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের (২০২৪ সালের) বিশ্ব ইজতেমা।
এর আগে গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বের ইজতেমায় অংশ নেয় শুরায়ে নিজাম অনুসারী মুসল্লিরা। পরে ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৪
আরএস/আরআইএস