মহান আল্লাহ মানুষের প্রার্থনার স্থল। তাঁর কাছে দোয়া করলে তিনি কবুল করেন।
তিনি তাঁর বিশেষ বান্দাদের দুনিয়া ও আখিরাতে প্রতিষ্ঠিত করেন এবং তাঁর প্রকাশ্য-অপ্রকাশ্য নিয়ামত তাদের ওপর পরিপূর্ণ করে দেন আর তাদের সেসব মানুষের অন্তর্ভুক্ত করেন, যারা—
১. যখন আল্লাহ তাদের নিয়ামত দান করেন, শুকরিয়া আদায় করে।
২. আল্লাহ যখন তাদের বিপদাপদ দেন, তখন ধৈর্য ধারণ করে।
৩. এবং তাদের মাধ্যমে কোনো পাপ হয়ে গেলে তারা ইস্তিগফার করে।
এই তিনটি বস্তু সৌভাগ্যের নিদর্শন এবং এগুলো দুনিয়া ও আখিরাতে সফলতার আলামত।
কোনো মানুষ কখনো এই তিন অবস্থা থেকে মুক্ত নয়।
(সূত্র: আল-ওয়াবিলুস সায়্যিব)
সংগ্রহ: কাসেম শরীফ
বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৪
এসআইএস