ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

বরিশালে কোথায় কখন ঈদের জামাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৪
বরিশালে কোথায় কখন ঈদের জামাত ফাইল ফটো

বরিশাল: দক্ষিণাঞ্চলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বরিশাল সদর উপজেলার চরমোনাই মাদরাসা মাঠে। সেখানে ঈদের জামাতে ইমামতি করবেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

 

দ্বিতীয় বৃহৎ জামাত ঝালকাঠির নেছারাবাদ মাদরাসায়। তৃতীয় জামাত হবে মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফার (র.) মাজারে।

বরিশাল নগরীতে ঈদের প্রধান জামাত হবে নগরীর বান্দ রোডে হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে। বরিশাল মহানগর ইমাম সমিতি থেকে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া বরিশাল নগরীর চারটি মসজিদে দুটি করে ঈদ জামাত হবে। এর মধ্যে সদর রোডে বায়তুল মোকাররম মসজিদে সকাল সাড়ে ৮টায় ও সাড়ে ৯টায় দুটি জামাত হবে। নগরীর চকবাজার রোডে জামে এবায়দুল্লাহ মসজিদ ও গীর্জা মহল্লার জামে কশাই মসজিদে সকাল সাড়ে ৮টায় ও ১০টায় জামাত হবে। নগরীর পুলিশ লাইন জামে মসজিদে সকাল ৮টায় ও ৯টায় দুটি জামাতের আয়োজন করা হয়েছে। উজিরপুরের গুঠিয়ার বাইতুল আমান জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এছাড়া নগরীর পাঁচ শতাধিক মসজিদে সকাল ৮টা থেকে ১০টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৪
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।