ঢাকা: ওমরাহ ভিসার জন্য নতুন আইন জারি করেছে সৌদি আরব। এই নতুন আইন অনুযায়ী ভিসা অনুমোদনের দিন থেকে এর মেয়াদ থাকবে তিন মাস।
গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
আসন্ন পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় নতুন এ আইন জারি করেছে।
রোববার (১৪ এপ্রিল) সৌদি আরবের হজ ও ওমরাহ–বিষয়ক মন্ত্রণালয় বলেছে, ওমরাহ ভিসায় কেউ সৌদি আরবে গেলে শুধু ওমরাহ পালন ও অন্যান্য ধর্মীয় আচার পালন করা যাবে। ধর্মীয় কর্মকাণ্ডের বাইরে অন্য কোনো কাজে যুক্ত থাকা যাবে না।
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, এপ্রিল ১৭,২০২৪
টিআর/এসআইএস