ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

ইসলাম

ঘুমের মধ্যে ভয় পেলে করণীয়

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জুন ৫, ২০২৪
ঘুমের মধ্যে ভয় পেলে করণীয়

মানুষ ঘুমন্ত বা সজাগ যেকোনো অবস্থায় ভয়-ভীতিতে আক্রান্ত হতে পারেন। রাসুল (সা.) ভয়-ভীতি ও শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্তির জন্য বিভিন্নজনকে একটি দোয়া পড়তে বলেছেন।

দোয়াটি হলো-

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّياطِينِ وَأَنْ يَحْضُرُونِ

উচ্চারণ: ‘আউযু বিকালিমাতিল্লাহিত্তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়ামিন হামাযাতিশশায়াতিন ওয়া আন ইয়াহদুরুন’।

অর্থ: আমি আল্লাহর পরিপূর্ণ বাক্যের মাধ্যমে আশ্রয় চাই, তাঁর ক্রোধ থেকে ও শাস্তি থেকে এবং তাঁর বান্দাদের অনিষ্টতা থেকে এবং শয়তানদের কুমন্ত্রণা থেকে এবং তাদের উপস্থিতি থেকে।

হাদিস: আবদুল্লাহ বিন আমর বিন আস (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) ভয়ার্ত ব্যক্তিদের এই দোয়া শেখাতেন। (আবু দাউদ, হাদিস নং : ৩৮৯৩, তিরমিজি, হাদিস নং : ৩৫২৮)

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জুন ০৫, ২০২৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।