পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সাইকেল চালিয়ে সৌদি আরবের তায়েফ পৌঁছেছেন এক চীনা মুসলিম। চীনের জিংজিয়াংয়ের অধিবাসী এই মুসলমানের নাম মুহাম্মদ।
মুহাম্মদের এ অসাধ্য সাধনে আনন্দ প্রকাশ করেছেন তার সতীর্থরা। তায়েফে পৌঁছার পর সেখানকার স্থানীয় সাইক্লিং ক্লাব তাকে স্বাগত জানায়।
মুহাম্মদ বলেন, হজ করার ইচ্ছা ছিলো ছোটবেলা থেকেই। হজরত রাসূলুল্লাহ (সা.)-এর রওজা জিয়ারত করা ও রওজায় পৌঁছে রাসূলকে সালাম করার শখ থাকলেও আমার আর্থিক সঙ্গতি নেই। সেজন্য বাইসাইকেলে হজ করার সিদ্ধান্ত নিই। অবশেষে আল্লাহতায়ালার অশেষ রহমতে সফল হয়েছি। এজন্য তার দরবারে অসংখ্য শুকরিয়া জানাই।
ভয়ংকর চ্যালেঞ্জ সত্ত্বেও হজ পালনের জন্য সাইকেল চালিয়ে মুহাম্মদ চীন থেকে রওনা দিয়ে পাকিস্তান, আফগানিস্তান, ইরান ও ইরাক হয়ে সৌদি আরব পৌঁছেছেন।
এ বছর চীন থেকে সাড়ে ১৪ হাজার মুসলমান হজব্রত পালন করবেন। চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে, ইতোমধ্যে ১১ হাজার চীনা হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
এর আগে ২০১৪ সালে মালয়েশিয়া থেকে কিছু যুবক সাইকেল চালিয়ে হজ পালন করতে সৌদি আরব যান।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
এমএইউ/
আরও পড়ুন>>
** হে আল্লাহ! পবিত্র হজের জন্য আমাদের কবুল করো
** এবার হজ পালনে যাচ্ছেন রেকর্ডসংখ্যক ১ লাখ ৫৬ হাজার ভারতীয়
** মদিনা শরিফে আল্লাহর নাম সংবলিত প্রদর্শনীতে হাজীদের ভিড়
** প্রাচীন ও বৃহৎ কোরআনের প্রদর্শনী চলছে মসজিদে নববীর আঙিনায়
** প্রতিদিন ১২০টি রহমত বর্ষিত হয় পবিত্র কাবাঘরে
** নবীর কদম মোবারকের স্পর্শে ধন্য মদিনার মাটিতে রয়েছে অজস্র বরকত
** হজযাত্রী ছাড়া অন্যদের মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি
** সাম্যবাদের কথাকে মনে করিয়ে দেয় হজ
** পবিত্র হজ হোক সেলফিমুক্ত