আজান ইসলামের অন্যতম প্রধান নিদর্শন। দৈনিক পাঁচ ওয়াক্ত আজানের ধ্বনিতে একটি মুসলিম সমাজের পরিচয় পাওয়া যায়।
নতুন ধারার এমন প্রতিযোগিতায় রাজধানী কোপেনহেগেন ও এর আশেপাশের মসজিদে কর্মরত প্রায় ২৫ জন মুয়াজ্জিন অংশগ্রহণ করেন।
আজানের মূল দর্শনের সঙ্গে সমাজের যুবকদের পরিচয় করানোর উদ্দেশ্য এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কোপেনহেগেনের সবচেয়ে বড় মসজিদ মসজিদে আলীর সেমিনার কক্ষে এ প্রতিযোগিতা শুরু হয়। ওই দিনই এশার নামাজের পর প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
ডেনমার্কে মুয়াজ্জিনদের নিয়ে এমন প্রতিযোগিতা এটাই প্রথম।
প্রতিযোগিতার অন্যতম আয়োজক সাইয়্যেদ ইয়াহিয়া আল হুসাইনি এ বিষয়ে বলেন, আমরা চেয়েছি আজানের মূল দর্শন সম্পর্কে বর্তমানের যুবকরা জানুক। আমরা মুয়াজ্জিনদের শুধু কন্ঠ দিয়ে বিবেচনা করিনি। আমরা চেয়েছি, মানুষকে কল্যাণের পথে ডাকার কাজে মুয়াজ্জিনরা কতটুকু আন্তরিক- এটা পরখ করা। সেই সঙ্গে মুয়াজ্জিনরা আজানের মূল দর্শনকে সমাজ সংস্কারের কাজে কীভাবে ব্যবহার করে তা দেখা। আর এসবের ভিত্তিতেই প্রতিযোগিতায় বিজয়ী মুয়াজ্জিন নির্বাচন করা হয়।
প্রতিযোগিতার আয়োজকরা জানিয়েছেন, খুব শীঘ্রই যুবকদের নিয়ে একটি কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হবে।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
এমএইউ/