ঢাকা: ১৪৩৮ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সভা বসবে রোববার।
শনিবার (১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০মিনিটে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এ সভা অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন (৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭) ও ফ্যাক্স (৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১) বা অন্য কোনো মাধ্যমে জানাতে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
এটি