বিয়ে একটি বৈধ ও প্রশংসনীয় কাজ। বিয়ে করা নবী-রাসূলদের সুন্নত।
অনেক মানুষের ধারণা, অবিবাহিত ইমামের পেছনে নামাজ পড়া যাবে না। আবার কারও কারও ধারণা, অবিবাহিত ইমামের পেছনে শুধু জুমার নামাজ পড়া যাবে না। আসলে এমন ধারণা সঠিক নয়। নামাজের ইমাম হওয়ার জন্য বিবাহিত হওয়া শর্ত নয়। অবিবাহিত ব্যক্তির পেছনে জুমাসহ সব নামাজই পড়া যাবে। সুতরাং এমন ভিত্তিহীন ও অমূলক ধারণা পরিহার করা আবশ্যক।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
এমএইউ/