ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

বায়তুল মোকাররমে শাহাদাতে কারবালা মাহফিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
বায়তুল মোকাররমে শাহাদাতে কারবালা মাহফিল

ঢাকা: পবিত্র আশুরা ১৪৩৮ হিজরি উদযাপন উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে শাহাদাতে কারবালা মাহফিল শুরু হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) দুপুর ৩টায় শুরু হওয়া এ মাহফিল চলবে রাত ১১টা পর্যন্ত।

ইসলামিক ফাউন্ডেশন ও শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পরিষদ চট্টগ্রাম যৌথভাবে এর আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস-এর গভর্নর মাওলানা মুহাম্মদ জালালুদ্দীন আল কাদেরী এবং বিশেষ অতিথি হিসেবে পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফী মিজানুর রহমান উপস্থিত রয়েছেন।

সভাপতিত্ব করছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।

অন্যান্যদের মধ্যে দ্বীন-ই দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মুহাম্মদ আবদুস সালাম, উপ-পরিচালক মো. আনিছুর রহমান সরকার, সহকারী পরিচালক মো. হারেস সিনহা, মাহফিল উদযাপন পরিষদের সদস্য সৈয়দ মুহাম্মদ আবদুল লতিফ, অধ্যাপক কামালউদ্দীন আহমেদ, মুহাম্মদ আব্দুল হাই মাসুম, জাফর আহমদ সওদাগর, মুহাম্মদ মনসুর সিকদার, মুহাম্মদ মাহবুবুল আলম, মনিরুল কবির, মাওলানা জিয়াউল হক প্রমুখ।

মাহফিলে কারবালা প্রান্তরের মর্মান্তিক ঘটনা বিস্তারিত বয়ান করা হয়। বয়ান শেষে মিলাদ মাহফিল শুরু হয়।

ইমাম হোসেনসহ ইমাম পরিবারের শাহাদাত বরণকারী সবার রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে ওয়াজ ও মিলাদ মাহফিলের সমাপ্ত ঘোষণা করা হবে।

শনিবার (২৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।