ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা প্রদান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২২
সৈয়দপুরে জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা প্রদান

নীলফামারী: নীলফামারীর জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনকে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।  

শুক্রবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদায়ী অতিথির বক্তব্য দেন, নীলফামারীর জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এবং তাঁর সহধর্মিনী ফারহানা বিনতে আজিজ।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হানের সভাপতিতে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম, উপজেলার ৩ নম্বর বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. মো. শাজাহাদা সরকার প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী  মো. আব্দুল লতিফ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আল-মিজানুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার নুর মোহাম্মদ, কামারপুকুর ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, কাশিরাম বেলপুুকুর ইউপি চেয়ারম্যান মো. লানচু হাসান চৌধুরী, বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জুন, খাতামধুপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা পাইলটসহ অন্যান্যরা।

উল্লেখ্য, সম্প্রতি নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনকে খুলনা জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।