ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনার সময়েই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়: শ ম রেজাউল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২২
শেখ হাসিনার সময়েই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়: শ ম রেজাউল ছবি: বাংলানিউজ

পিরোজপুর: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, একমাত্র শেখ হাসিনার সরকারের সময়েই দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটে। আজ দেশের শিক্ষার মান উন্নয়নে তিনি সার্বিক চেষ্টা চালাচ্ছেন।

শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী মহাবিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন দেশে সুশিক্ষা বিস্তার করতে। এজন্য দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রী সর্বাত্মক চেষ্টা করছেন।

কলেজ হলরুমে কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের সভাপতি এসএম রোকনুজ্জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার সঞ্জীব দাশ, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, নাজিরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, মাটিভাঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ সন্তোষ কুমার মিস্ত্রী ও উত্তম কুমার মঠের প্রতিষ্ঠা কুমার আচার্য।  

এর আগে, মন্ত্রী প্রায় এক কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে শ্রীরামকাঠী ইউনিয়নের জয়পুর হতে ভীমকাঠীসহ প্রায় সাড়ে ১১ কি.মি দৈর্ঘ্যের ৬টি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।