ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কেন্ডা টায়ার্স কাপ গলফ টুর্নামেন্ট পুরস্কার বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
কেন্ডা টায়ার্স কাপ গলফ টুর্নামেন্ট পুরস্কার বিতরণ ছবি: আইএসপিআর

ঢাকা: কুর্মিটোলা গলফ ক্লাবে তিন দিনব্যাপী ‌‌কেন্ডা টায়ার্স কাপ গলফ টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।  

সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এর আগে কেন্ডা টায়ার্স কাপ গলফ টুর্নামেন্ট-২০২২ গত ৩০ নভেম্বর শুরু হয়।

তিন দিনব্যাপী এ টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়াড়সহ সর্বমোট ৬১২ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ নাছির উইনার, এয়ার কমোডর মো. সিদ্দিকুর রহমান রানার আপ ও মমতাজ বেগম লেডিস উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

সমাপনী অনুষ্ঠানে কেন্ডা টায়ার্সের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তি ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। এ ধরনের মহতী উদ্যোগের জন্য প্রধান অতিথি কেন্ডা টায়ার্স চেয়ারম্যানের ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশ সময়: ০০২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২২
এমইউএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।