ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারের সার্বিক উন্নয়নের চিত্র গণমাধ্যমে প্রকাশের অনুরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
কক্সবাজারের সার্বিক উন্নয়নের চিত্র গণমাধ্যমে প্রকাশের অনুরোধ

কক্সবাজার: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কক্সবাজারে চলছে অসংখ্য মেগা প্রকল্পের কাজ। এসব উন্নয়ন প্রকল্পের সার্বিক অগ্রগতির চিত্র গণমাধ্যমে প্রকাশের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত।

শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ অনুরোধ জানান।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে কে এম শাখাওয়াত মুন বলেন, আজকের বাংলাদেশের উন্নয়নের নেতৃত্বদানকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ ডিসেম্বর কক্সবাজার সফরে আসবেন। তার এবারের কক্সবাজারের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। টানা তিনবারের সরকারের আমলে কক্সবাজারের সার্বিক উন্নয়নের যে অগ্রযাত্রা সবাই বলছেন তার সব চিত্র গণমাধ্যমে প্রকাশ জরুরি। কক্সবাজারে এ উন্নয়নের ফলে আন্তর্জাতিকভাবে গুরুত্ব পাচ্ছে, তার জন্য সাধারণ জনগণসহ কক্সবাজারবাসী ভাবনা প্রকাশে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ রাখবে বলে আশা করেন তিনি।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাব সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর অপর উপ-সচিব হাসান জাহিদ তুষার বলেন, আন্তর্জাতিক নৌ মহড়ায় সারা বিশ্বের ৩০টি রাষ্ট্রের নৌ প্রধান আসছেন কক্সবাজারে, যা কক্সবাজারকে আবারও আন্তর্জাতিক মহলে আলোচনায় আনবে। এ সময় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজারের উন্নয়ন কতটুকু হলো তার প্রকাশ করার গুরুত্ব রয়েছে। এখানে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্র বন্দর, কক্সবাজার রেল লাইন প্রকল্প, কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দর, এক্সক্লুসিভ ট্যুরিজম জোন, মহেশখালী এল এম জি টার্মিনালসহ অসংখ্য মেগা প্রকল্প কতটুকু এগিয়ে গেছে তা প্রকাশ্যে আনতে গণমাধ্যম ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা করেন তিনি।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, বিএফইউজের কেন্দ্রীয় সদস্য মো. নজিবুল ইসলাম প্রমুখ। সভায় কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২২
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।