ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
কুষ্টিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকের চাপায় মোটরসাকেলে থাকা দুইজন নিহত হয়েছেন।

শনিবার (০৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় কুষ্টিয়া-ইশ্বরদী মহাসড়কের ভেড়ামারা বাহিরচর এলকালায় ঘটে এ দুর্ঘটনা।

নিহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের আনসার আলীর ছেলে সাজ্জাদ হোসেন (৫১) ও মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শরীফের স্ত্রী শারমিন আক্তার (২৫)।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক দেবব্রত রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে কুষ্টিয়া থেকে সাজ্জাদ হোসেন এবং তার আত্ত্বীয় শারমিন মোটরসাইকেলে করে ইশ্বরদী যাচ্ছিলেন। পথে ওই স্থানে পৌঁছালে ঈশ্বরদী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাজ্জাদ হোসেনের মৃত্যু হয়। এছাড়া শারমিন মারাত্বকভাবে আহত শারমিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

তিনি আরও জানান, স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটকিয়ে পুলিশে দিয়েছেন। ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।