ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
কুমিল্লায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫

কুমিল্লা: কুমিল্লায় এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে বন্ধুদের সঙ্গে রাতভর উন্মুক্ত মাঠে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০২ ডিসেম্বর) থানায় অভিযোগ দেওয়ার পর তাদের গ্রেফতার করা হয়। এর আগে বুধবার (০১ ডিসেম্বর) রাতে জেলার বরুড়া উপজেলার দক্ষিণ খোশবাস ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (০৩ ডিসেম্বর) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভুক্তভোগী ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিকটিমের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই কিশোরী কুমিল্লা শহরের ইপিজেড সংলগ্ন ইয়াছিন মার্কেট এলাকায় মায়ের সঙ্গে থাকতেন। তার সঙ্গে একই উপজেলার দক্ষিণ খোশবাস ইউনিয়নের হোসেনপুর গ্রামের মিনার হোসেনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে মিনার ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বুধবার রাতে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলেন। পরে তাকে হোসেনপুর গ্রামের উন্মুক্ত মাঠে নিয়ে যান মিনার। সেখানে ওই গ্রামের নাসির হোসেন, নোমান হোসেন, সোহেল ভূঁইয়া, মোয়াজ্জেম হোসেনসহ অজ্ঞাত আরও দুইজন ওই কিশোরীকে রাতভর ধর্ষণ করেন।

ওই কিশোরীর স্বজনরা জানান, এক পর্যায়ে ওই কিশোরী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সিএনজি অটোরিকশায় করে কুমিল্লা শহরের বাসায় পাঠিয়ে দেওয়া হয়।

ভুক্তভোগী ওই কিশোরী বলেন, তাদের (ধর্ষকরা) কবল থেকে বাঁচতে অনেক চেষ্টা করেছি। তারা আমাকে নির্যাতন করার পরে অটোরিকশায় তুলে দেওয়ার সময় হুমকি দিয়েছিল যেন এ ঘটনা কাউকে না বলি।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বাংলানিউজকে জানান, শুক্রবার দুপুরে ওই কিশোরী বরুড়া থানায় এসে অভিযোগ দায়ের করেন। পরে বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, শনিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা করা হবে। এছাড়া এদিন অভিযুক্তদের আদালতে সোপর্দ কর হবে।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।