ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

১৭ কেজি ওজনের অজগর কাপ্তাই উদ্যানে অবমুক্ত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
১৭ কেজি ওজনের অজগর কাপ্তাই উদ্যানে অবমুক্ত 

রাঙামাটি: রাঙামাটির  কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে আবারও একটি অজগর সাপ অবমুক্ত করেছে বনবিভাগ।  

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে ১৫ ফুট ৩ ইঞ্চি দৈর্ঘ্যের অজগরটি অবমুক্ত করা হয়।

অজগরটির ওজন প্রায় ১৭ কেজি হবে বলে জানান বনবিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ।

তিনি বলেন, শুক্রবার কাপ্তাই লেকে জেলেরা মাছ ধরতে গিয়ে জালে অজগর সাপটি ধরা পড়ে। খবর পেয়ে কাপ্তাই বনবিভাগের সদস্যরা অজগরটি উদ্ধার করে নিয়ে আসেন।  

এই সময় কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেনসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।