ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩ ডিসেম্বর) তাদের আদালতে পাঠানো হয়।

এর আগে শুক্রবার (২ ডিসেম্বর) রাতে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলেন- তারাব পৌরসভার বরপা এলাকার মতি ভূঁইয়ার ছেলে আরিফ ও একই এলাকার রমি ভূঁইয়ার ছেলে রনি ভূঁইয়া।

পুলিশ জানায়, শুক্রবার দিনগত রাতে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় ডাকাত দলের সদস্যরা ধারালো ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি রামদা ও চাপাতিসহ আরিফ ও রনিকে গ্রেফতার করা হয়। অন্য সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে। গ্রেফতার দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিকার করেছেন তারা পেশাদার ডাকাত দলের সদস্য।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বাংলানিউজকে বলেন, গ্রেফতার দুজনের নামে মামলা দায়ের করা হয়েছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। পলাতক ডাকাত দলের সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২২
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।