ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে নাশকতার মামলায় বিএনপির ৮ কর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
মুন্সীগঞ্জে নাশকতার মামলায় বিএনপির ৮ কর্মী গ্রেফতার গ্রেফতার: প্রতীকী ছবি

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে নাশকতার মামলায় বিএনপির ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২ ডিসেম্বর) রাতে সদর ও গজারিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার মামলায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সদর উপজেলার রিকাবীবাজার পূর্বপাড়ার বিএনপি কর্মী ওয়াহিদুর রহমান বকুল, আলমগীর হোসেন, গজারিয়া উপজেলার টেঙ্গারচরের আব্দুল গফফার, দড়িকান্দির মো. মিজানুর রহমান, ইসমানীরচরের মো. ইসমাইল, আব্দুল খালেক, ভিটিকান্দির মো. ইলিয়াস প্রধান ও ভবেরচরের হানিফা ওরফে সাদ্দাম।

মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএনপির ৮ নেতাকর্মীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।