ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বিশ্বকাপে বাংলাদেশের খেলার অপেক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
বিশ্বকাপে বাংলাদেশের খেলার অপেক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী

হবিগঞ্জ: বাংলাদেশের ফুটবল দল কবে বিশ্বকাপে খেলবে সেই অপেক্ষায় আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। চলমান বিশ্বকাপ ফুটবলে কোনো ফুটবল দলকে সমর্থন করেন কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী এ অপেক্ষার কথা জানান।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় নতুন ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন মন্ত্রী।

এ সময় তিনি কোনো ফুটবল দলের সমর্থক কি না জানতে চাইলে বলেন, বিশ্বকাপে অংশ নেওয়া সকল ফুটবল দলই ভাল খেলছে। আমরা সেই খেলা দেখছি। আর বাংলাদেশ কবে ফুটবল বিশ্বকাপ খেলবে সেই অপেক্ষায় রয়েছি। একথা বলে প্রশ্নটি এড়িয়ে যান মন্ত্রী।

এ সময় আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী ও পুলিশের সিলেট রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) মফিজ উদ্দিন চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।